সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা কন্টেইনার ডিপো পরিচালনা করেন তাদের অবহেলা থাকতে পারে। তবে এখনই বলা সম্ভব নয় দায় আসলে কার। আজ রোববার (৫ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
নৌ প্রতিমন্ত্রী জানান, সীতাকুণ্ডে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যেই রিপোর্ট দেবে কমিটি। রিপোর্ট পেলেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।
প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। সকাল হতে আগুনের ভয়াবহতা একটু একটু করে কমতে থাকে। তবে এ সময় ঘটনাস্থল থেকে অনেকগুলো লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ অগ্নিকাণ্ডে মোট নিহতের সংখ্যা ৩৮। যার মধ্যে রয়েছেন পাঁচজন ফায়ার সার্ভিসের কর্মী।
আরও পড়ুন: উদ্ধার অভিযানে ৩৩ বছরে নিহত ২২ ফায়ারকর্মী, আজই মারা গেছেন ৫ জন
জেডআই/
Leave a reply