ছিনতাইকালে নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার আতাউর রশিদ (১৯), সোনাপুরের ফাহাদ চৌধুরী হিমেল (১৯), মতিপুরের আব্দুর রহমান মিশু (২৫) এবং নেওয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের খালেদ সাইফুল্লাহ অনন্ত (১৯)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মাইজদী পৌর পার্ক সংলগ্ন শিল্পকলা একাডেমির সামনে দিয়ে যাচ্ছিলেন আব্দুর রহিম নামের এক ব্যক্তি। এসময় একদল কিশোর গ্যাং তার গতিরোধ করে তাকে মারধর করে। পরে তার কাছে থাকা ৫ হাজার টাকা ও ১টি স্মার্ট ফোন ছিনতাই করে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভুক্তভোগী তাৎক্ষনিক বিষয়টি ডিবি পুলিশকে জানালে অভিযান চালিয়ে গ্যাংয়ের সদস্য আতাউর রশিদকে আটক করে তার দেয়া তথ্যের ভিত্তিতে পৌর পার্ক ও মাইজদীতে অভিযান চালিয়ে অপর তিনজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ভুক্তভোগীর ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আসামিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply