সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে সংঘটিত হয়েছে স্মরণকালের মধ্যে ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা। দুর্ঘটনাটিতে এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে বিশেষ মেডিকেল টিম চট্টগ্রাম যাবেন।
চিকিৎসার যেন কোনো রকম ত্রুটি না হয়, সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডা. সামন্ত লাল সেন বলেছেন, দগ্ধের পরিমাণ কম হলেও কেউ শঙ্কামুক্ত নন। রোগীদের চিকিৎসায় কোনোরকম গাফিলতি করা হবে না।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন জানিয়েছেন, এতবড় অগ্নিকাণ্ড হলেও মালিকপক্ষের কারো উপস্থিতি ঘটনাস্থলে তারা লক্ষ করছেন না। তাদের সাথে যোগাযোগ না থাকা একপ্রকার জটিলতা তৈরি করছে বলেও জানান তিনি। এদিকে, এ ঘটনার কারণে চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। আর সকল চিকিৎসককে হাসপাতালে যোগ দিতে নির্দেশ দিয়েছে চট্টগ্রামের জেলা সিভিল সার্জনের কার্যালয়। পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালেও দগ্ধদের চিকিৎসা সেবা দিতে বলেছে সিভিল সার্জনের কার্যালয়।
কনটেইনার ডিপোটিতে এখনও কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এরমধ্যে পাঁচ কিলোমিটার দূরেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: ৭ জনের মরদেহ শনাক্ত
/এম ই
Leave a reply