চলতি মাসের শেষে ৫-১২ বছর বয়সীদের করোনার টিকা দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষেই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৫ জুন) বিকেলে সংসদের চলতি বছরের বাজেট অধিবেশনের শুরুর দিনে এক সম্পূরক প্রশ্নের উত্তরে এমন তথ্য প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় জাহিদ মালেক বলেন, ১২ থেকে ১৮ বছর বয়সীদের ইতোমধ্যেই দেড় কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে। শিশুদের জন্য দীর্ঘদিন বিশ্ব স্বাস্থ্যসংস্থা কর্তৃক অনুমোদিত টিকা না পাওয়া গেলেও বর্তমানে সেই অনুমোদন পাওয়া গেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply