বায়ুমণ্ডলে মানব ইতিহাসের সর্বোচ্চ কার্বন ডাই-অক্সাইড ছিল মে মাসে

|

গত মে মাসে বায়ুমণ্ডলে মানব ইতিহাসের সর্বোচ্চ কার্বন ডাই-অক্সাইড ছিল। শিল্পবিপ্লবের পর সর্বোচ্চ কার্বন ডাই-অক্সাইড নির্গমন রেকর্ড করা হয় ওই মাসে। প্রাক শিল্প যুগের তুলনায় বিশ্বব্যাপী দূষণ বেড়েছে ৫০ শতাংশের বেশি।

শনিবার (৪ জুন) যুক্তরাষ্ট্রের জাতীয় সামুদ্রিক এবং বায়ুমণ্ডল বিষয়ক প্রশাসন এনওএএ প্রকাশ করেছে এ বিষয়ক তথ্য। টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনওএএ জানিয়েছে, গেলো ৪০ লাখ বছরে এতোটা সংকটের মধ্যে দিয়ে যায়নি পৃথিবী। শুধু মে মাসেই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিলো ৪২০ পিপিএম। মূলতঃ পরিবেশের দূষণ পরিমাপে এই ইউনিট ব্যবহৃত হয়। এ দূরবস্থার জন্য মানব আচরণকেই দায়ী করছে এনওএএ। তারা বলছে, জীবাশ্ব জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন, যানবাহন ও শিল্প কারখানার কালো ধোয়া এবং বন উজাড় থেকেই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। যার ফলে, বন্যা-দাবানল-খরা এবং তাপদাহের মতো প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে। পরিবেশবিদরা বলছেন, শিল্পবিপ্লবের আগে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ছিল ২৮০ পিপিএম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply