মৃত্যুর আগের দিনও স্বজনদের টাকা পাঠান অলিউর

|

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত অলিউর রহমান।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে নিহত তরুণ শ্রমিক অলিউর (২০) রহমান মৃত্যুর আগের দিনও বিকাশের মাধ্যমে স্বজনদের কাছে টাকা পাঠিয়েছেন।

রোববার (৫ জুন) কান্নাজড়িত কণ্ঠে অলিউরের পরিবারের সদস্যরা এ কথা জানায়। অলিউর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুল গ্রামের আশিক মিয়ার ছেলে।

অলিউরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিউর খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা আশিক মিয়া মজুর খাটেন। অলিউর চার ভাই এবং দুই বোনের মধ্যে সবার বড়। এক বছর আগেই অলিউর বিএম কন্টেইনার ডিপোতে চাকরি নেন। মৃত্যুর আগের দিনও অলিউর তার স্বজনদের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন।

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ এখন পর্যন্ত ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন নিহত ফায়ার সার্ভিস কর্মীদের সংখ্যা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে এখন আগুনের মাত্রা কমে আসলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply