নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন, নিহত এখন পর্যন্ত ৪৯

|

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কন্টেইনার ডিপোর আগুন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন নিহত ফায়ার সার্ভিস কর্মীদের সংখ্যা নিশ্চিত করেছেন।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সাথে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। ফায়ার সার্ভিস, পুলিশের ১০ সদস্যসহ আহত একশ’ ৮২ জনকে চট্টগ্রাম মেডিকেলসহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনীও।

ফায়ারের মহাপরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, এত বড় অগ্নিকাণ্ড হলেও মালিকপক্ষের কারো উপস্থিতি ঘটনাস্থলে তারা লক্ষ্য করেননি। তাদের সাথে যোগাযোগ না থাকা একপ্রকার জটিলতা তৈরি করছে বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনার কারণে চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। আর সকল চিকিৎসককে হাসপাতালে যোগ দিতে নির্দেশ দিয়েছে চট্টগ্রামের জেলা সিভিল সার্জনের কার্যালয়। পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালেও দগ্ধদের চিকিৎসা সেবা দিতে বলেছে সিভিল সার্জনের কার্যালয়।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে এখন আগুনের মাত্রা কমে আসলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply