উত্তর কোরিয়াকে দাঁতভাঙ্গা জবাব দিতে মিসাইল ছুঁড়লো যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

|

উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার জবাবে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (৬ জুন) এ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

সিউলের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ নিশ্চিত করে বলেন, মিত্ররা সোমবার ভোরে পূর্ব
জাপান সাগরের লক্ষ্যবস্তুতে গ্রাউন্ড টু গ্রাউন্ড আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী উত্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উসকানির তীব্র নিন্দা জানাচ্ছে এবং উপদ্বীপে সামরিক উত্তেজনা বাড়ায় এমন কাজগুলো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে।

অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া সত্ত্বেও পিয়ংইয়ং এ বছর তার অস্ত্র কর্মসূচি দ্বিগুণ করেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে কিম সরকার নতুন করে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply