পুতিনের হুমকির পর কিয়েভে হামলা চালালো রাশিয়া

|

রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরপরই কিয়েভ সংশ্লিষ্ট দু’টি এলাকায় হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

এক মাসের বেশি সময় পর রোববার (৫ জুন) কিয়েভে হামলা চালালো রাশিয়া। একটি রেলস্টেশন এবং ইউক্রেন বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইটারে বলেছেন, কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার একটাই লক্ষ্য, যতটা সম্ভব কিয়েভের মানুষদের হত্যা করা।

মস্কোর দাবি, এ হামলায় ইউক্রেনকে ইউরোপীয় দেশগুলোর দেয়া বহু ট্যাংক ধ্বংস হয়ে গেছে। হামলায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মিসাইল হামলায় কিয়েভের পার্শ্ববর্তী এলাকার একটি রেলস্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মূলত সামরিক বাহিনীর রসদের পাশাপাশি বেসামরিকদের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করা হতো স্টেশনটির মাধ্যমে।

এর আগে এক সাংবাদিককে হত্যার পর রোববারের হামলাই সবচেয়ে বড় হামলা ছিল বলে মনে করা হচ্ছে। এছাড়া পুতিন এর আগে সতর্ক করে বলেছিলেন, যদি পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে থাকে তবে রাশিয়া কিয়েভে নতুন করে হামলা চালাবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply