বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত খাদ্য পরিধারন কমিটির: খাদ্যমন্ত্রী

|

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য পরিধারন কমিটি, জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৬ জুন) দুপুরে খাদ্য পরিধারন কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, চাল আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে। তিনি আরও বলেন, চালের দাম কমছে। বাজারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। একই সাথে মজুদদারদের বিরুদ্ধেও অভিযান চলবে। চাহিদা অনুযায়ী চালের মজুদ আছে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার।

এ সময় খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ৬ প্রতিষ্ঠানের প্যাকেটে চাল বিক্রি বন্ধ করা হবে না। কিন্তু মজুদ বেশি করা যাবে না এবং লাইসেন্স থাকতে হবে। ভারত থেকে নতুন করে গম আমদানির সংকট কাটেনি বলেও জানান খাদ্য সচিব। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ১৩ মে আবেদন করা হয়; যার ছাড়পত্র এখনও দেয়নি ভারত।

আরও পড়ুন: ‘পুড়ে যাওয়া রোগী মারা যায় কেবল ইনফেকশনে, আপনারা ভিড় করবেন না’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply