অতি দরকারি কিংবা জীবন রক্ষাকারী বাহিনীর কোনো উন্নয়ন হয়নি: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু অতি দরকারি কিংবা জীবন রক্ষাকারী বাহিনীর কোনো উন্নয়ন হয়নি; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৬ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার অবকাঠামো বানানোর নামে নিজেদের পকেট ভরছে। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, এসব কারণেই চট্টগ্রামের সীতাকুণ্ডের মতো এত বড় দুর্ঘটনা ঘটেছে।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, কোথাও কোনো ধরনের সেইফটি সিকিউরিটি মনিটরিং করা হচ্ছে না। সীতাকুণ্ডের ঘটনা তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও আহ্বান জানান তিনি।

নিরাপত্তা নিশ্চিত ও বিধিবিধান রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন, সেই সরকারের কাছে এসবের চেয়ে রাজনীতি ও ক্ষমতায় থাকাটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে ফখরুলের বক্তব্য মিথ্যাচারের নতুন রেকর্ড: কাদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply