এখনও ধোঁয়া বের হচ্ছে, রাসায়নিকের আরও চারটি কনটেইনার শনাক্ত

|

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নতুন করে রাসায়নিকের চারটি কনটেইনারে আগুন জ্বলে উঠে সোমবার (৬ জুন) দুপুরেও। এখনও এসব কনটেইনার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

এদিকে কনটেইনারের ভেতরে কী রয়েছে তার সঠিক তথ্য না জানায় ঝুঁকিতে ফায়ার সার্ভিসের কর্মীরা। কনটেইনার ভেঙে পানি দেয়ার পরামর্শ সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিমের।

এ ঘটনায় চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন ১০২ জন। যাদের ১৫ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ১৪ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক।

গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে লাগা এ আগুন দুইদিন ধরে জ্বলছে। এই নেভে তো, এই জ্বলে ওঠে।

উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের ধারণা, দুর্ঘটনাস্থলে আরও মরদেহ থাকতে পারে। কিংবা মরদেহের ছাই ভস্ম, এমনও শঙ্কা করা হচ্ছে।

সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সীতাকুণ্ড ট্র্যাজেডিতে দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. সামন্ত লাল সেনসহ তিন সদস্যের বিশেষজ্ঞ দল। আইসিইউ’তে থাকা তিন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা নেয়ার তাগিদ দেয়া হয় এ সময়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply