সীতাকুণ্ডের দুর্ঘটনায় কারও অবেহেলা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

|

সীতাকুণ্ডের আগুন ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারো অবেহেলা বা গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (৬ জুন) দুপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজখবর নিয়ে এ কথা জানান তিনি। বলেন, কেউ আইনের বাইরে নন। সরকার কারও অপরাধের দায়মুক্তি দেয় না। তাই এক্ষেত্রেও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডিপোর অনেকে এখনও নিখোঁজ আছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, সব তথ্য পাওয়া যাচ্ছে না। প্রশাসন কাজ করছে, দ্রুতই বিস্তারিত জানা যাবে বলে দাবি তার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply