অনুমোদন পেল ‘এন্টি টেরোরিজম ইউনিট’

|

জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের প্রস্তাবি বিশেষায়িত শাখা ‘পুলিশ এন্টি টেররিজম ইউনিট’ গঠনের অনুমদোন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল এ সংক্রান্ত ইস্যু করা একটি চিঠি আজ বুধবার পেয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

চিঠিতে বলা হয়, ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য মোট ৫৮১ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৩১টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং ৫৫০টি পদ অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়েছে।

ইউনিটের প্রধান হবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা। এছাড়া থাকবে একটি ডিআইজি, ২টি অতিরিক্ত ডিআইজি ও ৫টি পুলিশ সুপার পদ।

সারাদেশে সমন্বিতভাবে জঙ্গি ও সন্ত্রাস দমনে দায়িত্ব পালন করবে। গত কয়েক বছর ধরে দেশে জঙ্গি হামলা বৃদ্ধির প্রেক্ষিতে বিশেষায়িত এই ইউনিটটি গঠনের উদ্যোগ নেয় সরকার। এতদিন ডিএমপির অধীন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) দায়িত্ব পালন করে আসছিল।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply