নাটোরে ২১০০ লিটার চোলাই মদসহ আটক ৫

|

আটককৃত ৫ মাদক ব্যবসায়ী।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে ২১০০ লিটার চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব।

সোমবার (৬ জুন) রাত নয়টার দিকে উপজেলার কোলাকান্তিনগর গ্রাম থেকে চোলাই মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার কোলাকান্তিনগর গ্রামের আশিক চন্দ্র, রুপেন মুন্ডারী, ধানুরা ফকিরপাড়া গ্রামের হরিপদ মুন্ডারী, শ্যামল মুন্ডারী ও উজ্জ্বল দাস।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ অপারেশন দল সোমবার রাত নয়টার দিকে উপজেলার কোলাকান্তনগর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২ হাজার ১শ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

তিনি আরও জানান, আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছে যে, তারা চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রিসহ বহিরাগত মাদকসেবীদের কাছে নিয়মিত এসব মদ বিক্রি করে আসছিল। পরে রাসায়নিক পরীক্ষার জন্য দুই লিটার মদ রেখে বাকি মদ ধ্বংস করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply