যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সপ্তাহে চারদিন কাজ করার ক্যাম্পেইন। সোমবার (৬ জুন) শুরু হওয়া এই ক্যাম্পেইনকে ধরা হচ্ছে সপ্তাহে ৪ দিন কাজ করা বিষয়ক সবচেয়ে বড় ট্রায়াল। এতে কর্মীদের বেতন কাঠামোতে কোনো ধরনের পরিবর্তন আসবে না বলেও জানা গেছে। খবর সিএনএনের।
জানা গেছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বোস্টন কলেজের গবেষকদের অংশগ্রহণে এ প্রোগ্রামটি পরিচালনা করছে ফোর ডে উইক গ্লোবাল (থিঙ্ক ট্যাঙ্ক) ও ফোর ডে উইক ইউকে ক্যাম্পেইন। ট্রায়ালে গবেষকরা দেখবেন নতুন এই ব্যবস্থা উৎপাদনশীলতার মাত্রা, লিঙ্গ সমতার পাশাপাশি কর্মীদের সুস্থতায় কী ধরনের প্রভাব ফেলে।
নতুন এ নিয়ম অনুযায়ী কর্মীরা আগামী ছয় মাসজুড়ে সপ্তাহে ৪ দিন কাজে যাবেন। অর্থাৎ, স্বাভাবিক সময়ের তুলনায় আগামী ছয় মাস তারা ৮০ শতাংশ কম সময় দেবেন অফিসে। এ সময়ে কর্মীদেরকে প্রাপ্য বেতনের শতভাগই দেয়া হবে, বিনিময়ে শুধু স্বাভাবিক সময়ের মতো উৎপাদনশীলতা ধরে রাখতে হবে তাদেরকে। নতুন এ ট্রায়ালের অধীনে রয়েছে ৭০টি কোম্পানিতে কর্মরত ৩ হাজার ৩০০ কর্মী। আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে একটি ফিশ এন্ড চিপস রেস্তোরাঁও রয়েছে এ তালিকায়।
লন্ডনের প্রেশার ড্রপ ব্রিউইংয়ের ব্র্যান্ড ম্যানেজার সিয়েনা ও’রউর্ক সিএনএনকে বলেন, আমাদের কোম্পানির লক্ষ্য হলো, কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার উন্নতি সাধন। আমরা কর্মীদের জীবনমানের উন্নয়ন ও একটি প্রগতিশীল পরিবর্তনের অংশ হতেই এ ট্রায়ালে অংশ নিয়েছি।
তিনি আরও বলেন, যেহেতু আমরা পণ্য উৎপাদন এবং শিপিংয়ের কাজ করি, তাই কর্মীরা কখন এবং কোথায় কাজ করবেন তা নিয়ে নমনীয়তা কম থাকে। তবে, ছুটি এবং অসুস্থতার দিনগুলো তারা একটি দল হিসেবে পরিচালনা করবেন বলে জানান সিয়েনা।
সিএনএন আরও জানিয়েছে, ২০১৫ ও ২০১৯ সালে এরকম বড় দুটি ট্রায়াল পরিচালনা করেছে আইসল্যান্ড। ওই ট্রায়াল দুটিতে অংশ নেন সরকারি বিভিন্ন খাতের আড়াই হাজার কর্মী। ট্রায়ালগুলোতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎপাদনশীলতায় তেমন কমতি দেখা না গেলেও কর্মীদের স্বাস্থ্যেরও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি দেশে কার্যদিবস কমানো নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে মহামারি চলাকালীন সময়ে লক্ষ লক্ষ কর্মচারী বাড়ি থেকেই কাজ করায় কার্যদিবস কমানোর বিষয়টি পালে বেশ হাওয়া পেয়েছে। ২০২২ সালের শেষের দিকে যুক্তরাজ্যের পাশাপাশি স্পেন ও স্কটল্যান্ডেও একই ধরনের ট্রায়াল শুরু হতে যাচ্ছে বলে ফোর ডে উইক ক্যাম্পেইনের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
/এসএইচ
Leave a reply