স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:
চাঁদপুরের মতলব দক্ষিণে নেশার টাকা যোগাড় করতে সন্তানকে ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক পাষণ্ড বাব। পরে থানা পুলিশ বিষয়টি জানতে পেরে দ্রুত খোঁজ নিতে শুরু করে। সোমবার (৬ জুন) দিবাগত রাতে শিশুকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার ২নং ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা ইমরান হোসেন। গত ৪ জুন সে তার স্ত্রীর কাছ থেকে শিশুটিকে নিয়ে বের হয়ে যায়। পরে দেড় বছরের আব্দুল্লাহকে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে নিঃসন্তান রুমা আক্তারের কাছে।
সন্তান না পেয়ে শিশুর মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানায় এসে পুলিশকে অবহিত করেন। পরে থানার ওসি মো. মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে।
জানা যায়, শিশুটির পিতা ইমরান হোসেন নেশাখোর। সে তার নেশার টাকা যোগাড় করতে না পেরে অবুঝ শিশুটিকে বিক্রি করে দেয়। যদিও এই ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এছাড়াও স্ত্রী-সন্তানের তেমন খোঁজ খবর রাখেন না। তাই লামিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান বলে জানা গেছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, লামিয়া বেগম থানায় এসে আমাদেরকে বিষয়টি জানান এবং সাথে সাথেই পুলিশ তার সন্তানকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান করে। পরে মতলব উত্তর উপজেলার চরলক্ষীপুর থেকে তার সন্তানকে উদ্ধার করা হয় এবং মায়ের কোলে শিশুকে ফিরিয়ে দেয়া হয়।
তিনি জানান, পরিবারটির আর্থিক অবস্থা একেবারেই খারাপ। তাছাড়া ওই নারীর স্বামী তাদের ঠিক মতো খোঁজ খবর রাখে না বলে জানতে পেরেছি। যদিও এ ঘটনার পর থেকে ওই শিশুর পিতা পলাতক রয়েছে। তবে আমরা থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে আমরা এই উদ্ধার অভিযান পরিচালনা করি।
ইউএইচ/
Leave a reply