সীতাকুণ্ডের বিএম ডিপোতে সংঘটিত স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতোমধ্যেই বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে এসিড বোঝাই একটি কনটেইনার থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করলে ইয়ার্ডে কর্মরত শ্রমিকসহ পুরো এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। কিছুক্ষণের মধ্যেই কর্তৃপক্ষ দ্রুত কনটেইনারটি সরিয়ে নিলে বন্ধ হয় ধোঁয়া নির্গমন।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
বন্দরের শ্রমিক ও কর্মকর্তারা জানান, ২০১২ সাল থেকে পড়ে থাকা এই কনটেইনারটিতে এসিড জাতীয় পদার্থ রয়েছে। ধোঁয়া দেখার পর বন্দর চেয়ারম্যানের নির্দেশে কনটেইনারটি বন্দরের ভেতরের অকশন গোলায় স্থানান্তর করা হয়। কাস্টমস কর্তৃপক্ষকে এসব পণ্যের নিলাম, বিক্রি বা ধ্বংসের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুকের দাবি, এটি অগ্নিকাণ্ড নয়। কনটেইনারটি থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করায় দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আপাতত, কোনো ঝুঁকি নেই বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ১৫ জুলাই চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর শেডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। ২০১৪ এবং ২০১৫ সালেও রাসায়নিক পণ্য খালাসের সময় হওয়া বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন।
/এসএইচ
Leave a reply