বন জোভির বেজিস্ট অ্যালেক জন সাস আর নেই

|

বন জোভির টুইটার থেকে নেয়া ছবি।

পৃথিবীর অন্যতম সেরা রক ব্যান্ডগুলোর অন্যতম বন জোভির প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেজ গিটারিস্ট অ্যালেক জন সাস (৭০) মৃত্যুবরণ করেছেন। তবে ঠিক কী কারণে অ্যালেকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এক টুইট বার্তায় দলটির ভোকাল ও গান রচয়িতা জন বন জোভি লিখেছেন, আমরা অ্যালেকের মাধ্যমেই একত্রিত হয়েছিলাম। ওকে ছাড়া আমাদের ব্যান্ড তৈরি করাই সম্ভব হতো না। ওর শূণ্যতা পূরণ হবে না। আমরা তোমাকে মিস করবো ‘ওয়াইল্ড অ্যান্ড ফুল উইথ লাইফ’ অ্যালেক।

১৯৮৩ সালে বন জোভি প্রতিষ্ঠিত হলে খুব কম সময়ের মধ্যেই বিশ্বব্যাপী সুনাম কুড়ায় দলটি। সেই সাথে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে দলের সদস্যদের খ্যাতি। প্রতিষ্ঠার শুরু থেকেই অ্যালেক ছিলেন বন জোভির সাথে। ৮০’র দশকে ইংরেজি ব্যান্ড গানের ধারা বদলে দেয়া এই গানের দলটি সেই দশকের শেষের দিকে ব্যাপক ও বিস্তৃতভাবে গানের শো করেছে। ১৯৮৮ থেকে পরের দুটি বছর তারা সর্বোচ্চ সফলতার মুখ দেখে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply