সৌদি আরব যাবেন, তাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে প্রাইভেটকারযোগে রওনা দিয়েছিলেন চাঁদপুরের জহির খান। তবে সড়ক দুর্ঘটনায় রাস্তায়ই প্রাণ হারালেন তিনি। যাওয়া হলো না উপার্জনস্থল সৌদি আরব।
দুর্ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার টেংরারটেক এলাকায় জহিরকে বহনকারী প্রাইভেটকারের সাথে দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মারা যান তিনি। এতে আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও তিনজন বিদেশগামী প্রবাসী।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক ওমর ফারুক জানান, মঙ্গলবার চাদঁপুরের মতলব উপজেলার গোবিন্দপুর গ্রামের মুসলিম খানের ছেলে প্রবাসী জহির একটি প্রাইভেটকার নিয়ে সৌদি গমনের উদ্দেশে ঢাকা এয়ারপোর্ট আসছিলেন। এ সময় ওমানগামী আরও তিন প্রবাসী আত্মীয় তার সাথে ছিলেন। গাড়িটি দুপুর আড়াইটার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের টেংরারটেক এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জহির খান। এতে আহত হয় প্রাইভেটকারে থাকা ওমানগামী জাহাঙ্গীর, মিঠু ও কাদির।
পরে, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাক এবং প্রাইভেটকারটি জব্দ করেন। এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
জেডআই/
Leave a reply