সীতাকুণ্ডে বিস্ফোরণে ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৪৪

|

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।

বুধবার (৮ জুন) ভোররাতে চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম মাসুদ রানা। তার গ্রামের বাড়ি জামালপুরে। তিনি ডিপোতে পণ্য লোড-আনলোডের কাজ করতেন।

এদিকে, বিএম কনটেইনার ডিপোতে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনের ফুলকি এখনও দেখা যাচ্ছে। নিরলস কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তারা।

এর আগে গতকাল মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনা হয় দুটি দেহাবশেষ। ধারণা করা হচ্ছে মরদেহের একটি নিখোঁজ ফায়ার ফাইটারের অপরটি নিরাপত্তা কর্মীর। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রাসায়নিকের ১৫টি কন্টেইনার ধ্বংস হয়েছে। আরও ১২টি আলাদা করতে সক্ষম হয়েছেন তারা।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোটিতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে এখন আগুনের মাত্রা কমে আসলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply