বগুড়ায় মাছ চাষিদের মেলা

|

বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মাছ চাষিদের ব্যতিক্রমী এক মেলা। বুধবার (৮ জুন) কাহালু উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে এ মেলার আয়োজন করে মাছচাষ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ।

মাছ চাষিদের দক্ষতা উন্নয়নে মেলায় নয়টি স্টলে মাছের রোগ-ব্যাধি, খাদ্য ব্যবস্থাপনা, মাছ চাষের উন্নত প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কে চাষিদের দিকনির্দেশনা দেয়া হয়। আয়োজকরা জানান, স্থানীয় মাছ চাষি ও ব্যবসায়ীরা এ প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন। মাছের উৎপাদন বাড়াতে কাজ করছে ওয়ার্ল্ডফিশ। বিলুপ্তপ্রায় পুষ্টিকর ছোট মাছের উৎপাদন বাড়াতে কাজ চলছে। মেলায় উন্নত জাতের রুই (জি-৩) মাছের পোনা পাওয়া যাচ্ছে। আগ্রহীরা এ মেলার মাধ্যমে মাছ চাষ সম্পর্কে জানার পাশাপাশি পোনার উৎসের তথ্য পাবেন।

এছাড়া নিজেদের গবেষণালব্ধ বিভিন্ন মাছ চাষের কলা-কৌশলও চাষিদের সামনে তুলে ধরেন ওয়ার্ল্ড ফিশের গবেষক ও কর্মকর্তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply