সীতাকুণ্ডের ঘটনায় কারো গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে নেয়া হবে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

গাজীপুর প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে। এতে কারো গাফিলতি থাকলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলা‌দেশ আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে নবীন ব্যাটালিয়ন আনসারদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তিনি বলেন, কোনো কারণে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটি‌য়ে থাকেন, তদন্ত শেষে কে দোষী বা কে নির্দোষ সে বিষয়ে বিবেচনা করে বিচারকার্য সম্পন্ন করা হবে।

এর আ‌গে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় আনসার ভিডিপি মহাপরিচালক মিজানুর রহমান শামীম ও স্বরাষ্ট্র সচিব আক্তার হোসেন তার সাথে ছিলেন। এর আগে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ৪৪২ জন ব্যাটেলিয়ান আনসারের ম‌ধ্যে ৩ জনকে সেরা সদস্যের পুরস্কার প্রদান করেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply