বাড়িতে হামলার মামলা তুলে না নেয়ায় আবারও হামলা, ভিডিও ভাইরাল

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সাবেক এক ইউপি সদস্য ও তার ভাইয়ের বাড়িতে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হামলার সময় ঘরের ভেতর আতঙ্কিত হয়ে আটকে থাকা এক নারীকে বারবার হামলাকারীদের পা ধরে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার কুমারপট্টি গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মতিয়ার রহমান মাতুব্বর ও তার ভাই মো. হায়াত আলী মাতুব্বরের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তারা হামলা চালিয়ে ঘরের ভেতর থাকা মালামাল ভাঙচুর করে। এসময় ঘরে থাকা নারীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। তাদের ভেতর থেকে কেউ একজন হামলার ভিডিও ধারণ করেন। সেই ভিডিওটি এখন ফেসবুকে ও ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একদল লোক হাতে লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রথমে ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। তখন ঘরের মধ্যে আটকে থাকা একজন নারী চিৎকার করে বিপদ থেকে মুক্তির দোয়া পড়তে থাকেন। পরে ওই নারী সজিব নামে এক হামলাকারীর উদ্দেশে বারবার চিৎকার করে বলতে থাকেন, ও সজিব তোর পায়ে ধরি দরজা ভাঙ্গিস না ভাই। সর ভাই, যা ভাই, তোর পায়ে ধরি ভাই। উত্তরে হামলাকারী সজিব বলেন, মামলা কবে উঠাবি? কবে উঠাবি বল, আগামী সোমবারে মামলা উঠাবি। এরপর ওই নারী বলেন, সোমবারেই মামলা উঠিয়ে নিতে বলবো ভাই, তুই যা। তারপরেও তারা দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে আসবাবপত্র তছনছ করে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মাতুব্বর বলেন, গত বছরের জানুয়ারি মাসে আমার বাড়িতে হামলা চালায় ইউপি সদস্য মুক্ত মেম্বার ও তার লোকজন। বিষয়টি নিয়ে মুক্ত মেম্বারসহ তার দলের লোকজনকে আসামি করে মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলা তুলে নিতে আসামিরা বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখিয়ে চাপ দিতে থাকে। কিন্তু আমি মামলা তুলে নেইনি। যে কারণে বৃহস্পতিবার তারা আমার বাড়িতে হামলা করে।

তবে হামলার ঘটনা অস্বীকার করে মুক্ত মেম্বার বলেন, আমরা কোনো হামলা করি নাই। মতি মেম্বার আমার ভাইকে মারপিট করে তার চোখ নষ্ট করে দিয়েছে। ভিডিওর ব্যাপারে তিনি বলেন, ওটা আগের ভিডিও।

সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, মামলা তুলে না নেয়ায় মতিয়ার মাতুব্বরের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply