করোনা আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে কোভিড পজেটিভ হন তিনি।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউইদের অধিনায়কত্বের দায়িত্ব থাকছে টম ল্যাথামের কাঁধে। ম্যাচের আগের দিন সামান্য উপসর্গ দেখা যায় নিউজিল্যান্ড অধিনায়কের। পরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ধরা পড়ে তার করোনা আক্রান্তের খবর।
দল থেকে পাঁচ দিনের জন্য আলাদা রাখা হয়েছে কেন উইলিয়ামসনকে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন হামিশ রাদারফোর্ড। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের বাকি সদস্যরা নিরাপদে রয়েছেন।
আরও পড়ুন: ক্রিকেটার হিসেবে যে রেকর্ডের মালিক শুধুই বাবর আজম
/এম ই
Leave a reply