তাইওয়ানের বিরুদ্ধে এবার সর্বাত্মক যুদ্ধের হুমকি দিলো চীন। সিঙ্গাপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে বৈঠকে এই হুঁশিয়ারী দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। যদি তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করে তাহলে পরিপূর্ণভাবে যুদ্ধ শুরু করবে চীন। খবর দ্য গার্ডিয়ানের।
আলোচনার শুরুতেই চীনা প্রতিরক্ষামন্ত্রী সতর্কতা জানিয়ে বলেন, কোনো শক্তি তাইওয়ানকে চীন থেকে বিভক্ত করার সাহস দেখালে দেশটির সামরিক বাহিনী যুদ্ধে জড়াতে দ্বিধা করবে না। এমনকি তাইওয়ানের স্বাধীনতা প্রচেষ্টাকে নিঃশেষ করে দেয়া হবে বলেও হুমকি দেন তিনি।
জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে তাইওয়ানের স্বাধীনতার যেকোনো প্রচেষ্টাকে দমন করা হবে বলে জানান চীনের প্রতিরক্ষামন্ত্রী। সিঙ্গাপুরে শাংরি-লা নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মার্কিন ও চীনা প্রতিরক্ষামন্ত্রী। সম্প্রতি হোয়াইট হাউজ জানায়, তাইওয়ানে সামরিক হামলা চালালে চীনের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
এসজেড/
Leave a reply