যুক্তরাষ্ট্র ভ্রমণে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ

|

বিমান ভ্রমণের ক্ষেত্রে করোনা বিধিনিষেধ শিথিল করতে চলেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণকারীর প্রয়োজন হবে না করোনা নেগেটিভ সনদ।

রোববার (১২ জুন) থেকে কার্যকর হবে এ নিয়ম। কর্তৃপক্ষ বলছে, করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের বিধিনিষেধ এখনও জারি রেখেছে প্রশাসন।

আগামী তিন মাসের মধ্যে এ নীতি পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এ বিধিনিষেধ শিথিলের মাধ্যমে সংক্রমণ বাড়লে নীতিমালা পুনর্বহাল করবে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, ইতালিও চলতি মাস থেকেই কার্যকর করবে এ নিয়ম। এর আগে ২০২১ সালে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে করোনার নেগেটিভ টেস্ট জমা দেয়ার বাধ্যবাধকতা আরোপ করে কর্তৃপক্ষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply