আশঙ্কাজনক হারে কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকিতে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল। শনিবার (১১ জুন) এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ হামলায় শহরটির বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এতে পানির লাইনের সাথে সুয়ারেজ লাইন মিশে, দূষিত হয়েছে খাবার পানি। এছাড়া মৃতদের দেহাবশেষও হচ্ছে দূষণ। নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশনের অভাবের কারণে কলেরায় হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে বলে শঙ্কা জানানো হয়েছে।
এদিকে কলেরা ছাড়াও আমাশয় ও কিছু সংক্রামক রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। এ বিষয়ে ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী শহরটি পুরোপুরি আবরুদ্ধ করে রাখায়, সেখানকার বাসিন্দাদের সম্পর্কে তেমন কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে।
এটিএম/
Leave a reply