কিউবার রাজধানী হাভানায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শতাধিক আরোহী। নিহতদের স্মরণে দেশটিতে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানাল।
এ ঘটনায় বিধ্বস্ত বোয়িং- ৭৩৭ যাত্রীবাহী বিমানটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন নারীকে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কিউবা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা নাগাদ হোর্সে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ছিলেন ১০৪ যাত্রী ও ৯ জন ক্রু।
হাভানা নিশ্চিত করেছে, এদের মধ্যে পাঁচ যাত্রী ও ক্রুদের সবাই বিদেশি নাগরিক। ফ্লাইটটি হাভানা থেকে দেশের পূর্বাঞ্চলীয় শহর হলগুইনের দিকে যাচ্ছিলো। উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। এখনও দুর্ঘটনার কারণ জানা না গেলেও চলছে তদন্ত।
এরইমধ্যে, ঘটনাস্থল পরিদর্শন শেষে দু’দিনের রাষ্ট্রীয় শোক প্রকাশের ঘোষণা দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট।
Leave a reply