মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ও ভেনেজুয়েলার চুক্তি সই

|

মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত দুই দেশ ইরান ও ভেনেজুয়েলা নিজেদের মধ্যে করলো সহায়তা চুক্তি। শনিবার (১১ জুন) তেহরানে স্বাক্ষরিত হয় ২০ বছরের চুক্তি।

এসময় চুক্তি সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহ ও কার্লোস ফারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন দু’দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও নিকোলাস মাদুরো। জ্বালানি তেল, প্রতিরক্ষা, কৃষি, পর্যটন, সংস্কৃতি ও প্রযুক্তি খাতে সহায়তার বিষয় উল্লেখ করা হয় চুক্তিতে। ১৮ জুলাই চালু হবে কারাকাস থেকে তেহরান সরাসরি ফ্লাইট।

শীর্ষ দুই তেল উৎপাদনকারী হলেও পশ্চিমা অবরোধে প্রায় বন্ধ রয়েছে দু’দেশের রফতানি। গত শুক্রবার দুই দিনের সফরে তেহরান যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর আগে তুরস্ক ও আলজেরিয়া ভ্রমণ করেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply