বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

|

স্টাফ করেসপনডেন্ট, বান্দরবান:

বান্দরবানের কুহালং ইউনিয়নের মিনিঝিড়ি পাড়ায় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুন) সকালে বিহারের পাশে ফুল নিতে গেলে ভিক্ষুর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি মিনিঝিড়ি পাড়ার মিনিঝিড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দবংশ মহাথের (৭৪)। তার বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্দা পাড়ায়।

বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে বৌদ্ধ বিহারের সামনে গলায় দড়ি দিয়ে ফাঁসরত অবস্থায় নন্দবংশ মহাথের (৭৪) ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি আমাকে জানায়। আমি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে তারা।

এ নিয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply