ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছনে ফেলতে যাচ্ছে আইপিএল!

|

ছবি: সংগৃহীত

আইপিএল মানেই ধুন্ধুমার আয়োজন। মারমার, কাটকাটের রোমাঞ্চকর খেলার আসর। প্রতি বছরই ক্রিকেট প্রেমীদের পছন্দের তালিকায় সর্বোচ্চ স্থানে থাকে এই আসর।

শুধু জনপ্রিয়তার দিক থেকেই না টিভি স্বত্বের দিক থেকেও এবার অনন্য এক নজির গড়ার পথে ভারতের এই ক্রিকেট লিগ। সামনের মৌসুমের জন্য ম্যাচ প্রতি ১১২ কোটি টাকার নতুন চুক্তির ভিত্তিমূল্য নির্ধারণ করেছে বিসিসিআই। যা ক্রীড়াঙ্গনের ২য় সর্বোচ্চ সম্প্রচার স্বত্বের চুক্তি। একই সাথে ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছনে ফেলতে যাচ্ছে আইপিএল।

২০১৭ সালে যখন স্টার ইন্ডিয়ার সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি হয় তখন বিশ্বের চতুর্থ দামি লিগে পরিণত হয় আইপিএল। সে সময় ম্যাচ প্রতি ৯০ লাখ ডলারের চুক্তির মেয়াদ শেষ হয় গেলো আসরে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে রাগবির ন্যাশনাল ফুটবল লিগ ম্যাচ প্রতি ১ কোটি ৭০ লাখ ডলার পায়। যুক্তরাজ্যের ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচ প্রতি ১ কোটি ১০ লাখ ডলার পায়। আর মেজর লিগ সকারের ম্যাচ প্রতি আয়ও এর আগে আইপিএলের থেকে কিছুটা বেশি ছিল।

কিন্তু এবার সম্প্রচার স্বত্বের ভিত্তিমূল্য ১ কোটি ২০ লাখ ডলার নির্ধারণ করে দিয়ে বিসিসিআই এরইমধ্যে পেছনে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগকে। যা বিশ্ব ক্রীড়াঙ্গনে ক্রিকেটের বড় এক অর্জন বলে মনে করে বিসিসিআই।

বিসিসিআই সচিব জয় শাহ বলেন, আমরা শেষ পাঁচ বছরের চক্রে প্রতি আইপিএল ম্যাচে ৯০ লাখ ডলার পেয়েছি। এবার প্রতি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই ন্যূনতম ভিত্তি মূল্য নির্ধারণ করেছে ১ কোটি ২০ লাখ ডলার।

সম্প্রচার স্বত্বের পাশপাশি অনলাইন স্ট্রিমিং নিয়েও বেশ কিছু প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করছে। যারা পৌঁছাতে চায় ভারতের প্রায় ৯০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর হাতে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply