নিষেধাজ্ঞায়ও ১০ হাজার কোটি ডলারের জ্বালানি বিক্রি করেছে রাশিয়া

|

ইউক্রেনে রুশ অভিযানের জেরে দফায় দফায় নিষেধাজ্ঞার মধ্যেও প্রায় ১০ হাজার কোটি ডলারের জ্বালানি বিক্রি করেছে রাশিয়া। যার বেশির ভাগই আবার কিনেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। খবর এএফপির।

সোমবার (১৩ জুন) ফিনল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানা গেছে। বলা হয়, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম ১০০ দিনে ৯৩ বিলিয়ন ডলারের জীবাশ্ম জ্বালানি রফতানি করেছে মস্কো। যার মধ্যে ইউরোপে রফতানি হয়েছে ৬১ শতাংশ জ্বালানি। যার বাজার মূল্য প্রায় ৬ হাজার কোটি ডলার।

রাশিয়া জানিয়েছে, মার্চে প্রতিদিন তারা বিক্রি করেছে একশ কোটি ডলার করে। যদিও রাশিয়ার থেকে দুই-তৃতীয়াংশ জ্বালানি তেল আমদানি কমিয়ে আনার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ২০২২ সালের শেষ নাগাদ সমূদ্র পথে আমদানি পুরোপুরি নিষিদ্ধ করতে চায় তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply