কষ্টের দিন ফুরাচ্ছে শরীয়তপুরের কৃষকদের

|

অপেক্ষার দিন শেষ হচ্ছে শরীয়তপুরের কৃষকের। নিজেদের উৎপাদিত ফসল মাঠ থেকে নিয়ে যাবেন রাজধানীর শ্যাম বাজার ও কারওয়ান বাজারে। পাইকারদের, ফেরির অপেক্ষায় ঘাটে বসে সবজি পচে যাওয়ার সমাপ্তি ঘটবে পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে। কৃষক আর ব্যবসায়ীরা ফসলের ন্যায্য মূল্য পাওয়ার আশায় দিন গুনছেন। কৃষি অর্থনীতির আরও সমৃদ্ধির সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।

শুধু সবজি চাষি নয় অন্য ফসলের আবাদিদের চোখে মুখে আনন্দের ঝিলিক। এরই মধ্যে সৃষ্টি হয়েছে কয়েকশ ফল বাগান। বাগান মালিকদের আশা বাড়বে বেচা বিক্রি, আসবে সুদিন।

শরীয়তপুরের মাটি ও আবহাওয়া সব ধরনের ফসল উৎপাদনে সহায়ক। সংশ্লিষ্টরা বলছেন, সেতু হয়ে ঢাকার সাথে দূরত্ব কম হওয়ায় উচ্চ মূল্যের ফসলের আবাদ বৃদ্ধি পাবে। জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেনেরও আশাবাদ, জেলার সবজি ও মসলা জাতীয় ফসলের আর্ন্তজাতিক বাজার সৃষ্টি হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply