চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত ৯২০ কেজি চিংড়িসহ ৫২টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

|

ফাইল ছবি

চাঁদপুরে বিষাক্ত জেলি পুশকৃত ৯২০ কেজি চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ঘটনাস্থল থেকে ৫২ টি সামুদ্রিক কচ্ছপও উদ্ধার করেন তারা।

মঙ্গলবার (১৪ জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টায় হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ২টি বাস তল্লাশি করে ৯২০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই বাসে জেলিযুক্ত চিংড়ি এবং সামুদ্রিক কচ্ছপ পরিবহনের সাথে জড়িত কাউকে না পাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা চাঁদপুর সদর মো. মিজানুর রহমান এর উপস্থিতিতে মাটিতে পুঁতে নষ্ট করা হয় এবং জব্দকৃত ৫২ টি সামুদ্রিক কচ্ছপ বিসিজি স্টেশন চাঁদপুর সংলগ্ন ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply