বিশ্ববাজার অস্থিতিশীল, তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে জ্বালানি মন্ত্রণালয়: নসরুল হামিদ

|

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীল দামের কারণে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে জ্বালানি মন্ত্রণালয়। একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, জনস্বার্থকে সর্বাধিক প্রাধান্য দিয়েই এই প্রস্তাব করা হবে সরকারকে।

আজ মঙ্গলবার (১৪ জুন) বিকালে বিদ্যুৎ ভবনে ‘ফ্রি গভর্নর মোড অব অপারেশন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে তিনি এই কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগাম ছাড়া। বাংলাদেশের ভর্তুকির পরিমাণও প্রতিনিয়ত বাড়ছে। তাই সমন্বয় করতেই হবে। কিন্তু সমন্বয়ের কারণে জনজীবনে, যানবাহনে বা দেশের বাজারে এর প্রভাব কতটা পড়বে তার উপর ভিত্তি করেই সরকারকে প্রস্তাব করা হবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ আরও বলেন, পদ্মাসেতুর মাধ্যমে দক্ষিণবঙ্গে গ্যাস ও বিদ্যুতের বন্টন সহজ হবে। এতে উপকৃত হবে গোটা জনপদ।

আরও পড়ুন: ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply