প্রথমবারের মতো একসাথে ওটিটিতে আসছেন সারা যাকের ও জাহিদ হাসান

|

সারা যাকের ও জাহিদ হাসান। (ছবি: সংগৃহীত)।

প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে একসাথে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী সারা যাকের ও জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। অ্যান্থলজি ফিল্ম ‘এই মুহূর্তে’ অভিনয় করেছেন তারা।

জানা গেছে, তাদের অভিনীত খণ্ডটির নাম ‘কল্পনা’। অন্য দুটি খণ্ড- মেজবাউর রহমানের ‘রূপবান’ ও আবরার আতহারের ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’। সিনেমাটি মুক্তি পাবে দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে। শুটিং হয়েছে গত বছর।

সারা ও জাহিদ ছাড়াও এ অ্যান্থলজি ফিল্মে অভিনয়ে আছেন দীপু, তটিনী প্রমুখ। জাহিদ হাসান এবারই প্রথম পিপলুর পরিচালনায় অভিনয় করেছেন। এই পরিচালকের সঙ্গে এক সময় মঞ্চে কাজ করেছেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply