ইভিএমে ধীরগতির অভিযোগ

|

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটপ্রদানে দেখা গেছে ধীরগতি। আর এই ধীরগতির অভিযোগ স্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। ইভিএমে ভোটগ্রহণ কিছুটা ধীরগতির হলেও সার্বিকভাবে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুন) সকালে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রের ইভিএমে ছোটখাট কিছু সমস্যা দেখতে পান। তবে ইভিএম বিকল হওয়া কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ। ইভিএমে ধীরগতির ব্যাপারে তিনি জানান, ভোটারদের অনভ্যস্ততার কারণে কিছুটা দেরি হওয়া স্বাভাবিক। তবে যত সময় গড়াবে, ধীরগতি কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ‘সন্ধ্যায় নৌকার বিজয় মিছিল হবে’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply