কুসিক নির্বাচন: সরিয়ে দেয়া হলো নৌকার ব্যাজধারীদের

|

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নৌকার ব্যাজধারীদের সরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে নৌকার ব্যাজ পরে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন। বেলা ১১টার দিকে এই কেন্দ্র পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনের প্রতিনিধি। তিনি জটলায় দাঁড়িয়ে থাকা অনেকের গলা থেকে ব্যাজ খুলে নেন। এছাড়া, কেন্দ্রের সামনে থেকে জটলাধারীদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কুসিক নির্বাচনে ১০৫ কেন্দ্রের ৬৪০টি কক্ষের সবখানেই ইভিএমে নেয়া হচ্ছে ভোট। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ৮৯টি। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও রয়েছে। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন। তাদের মধ্যে বেশি আলোচনা হচ্ছে দুই স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, নিজামউদ্দিন কায়সার আর নৌকার আরফানুল হক রিফাতকে নিয়ে।

আরও পড়ুন: চিঠি দিয়ে আইন লঙ্ঘন করেছে নির্বাচন কমিশন: বাহাউদ্দিন বাহার

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply