কুমিল্লায় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনের কারাদণ্ড

|

ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কার্যক্রম প্রভাবিত করার দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুন) ২৩ নং ওয়ার্ডে স্থানীয় ক্ষমতা নির্বাচন কার্যক্রম প্রভাবিত করার অপরাধে কে এম দিদার হোসেন (২৮) নামক এক যুবককে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ৩০ ধারা অনুযায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

অপরদিকে, বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্বাচন আচরণ প্রতিপালন নিশ্চিতকরণের সময় দুই বহিরাগতকে ৭ দিনের জেল প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।

এবার তৃতীয়বারের মতো কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে সব ভোটকেন্দ্রই থাকছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এসব সিসি ক্যামেরার মাধ্যমে ভোটারসহ সবার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়াও সারাদেশের দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ এবং বেশ কয়েকটি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নেয়া হচ্ছে ভোট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply