জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণেও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির কথার পুনরাবৃত্তি করলেন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও।
তিনি দাবি করেন, কেন মুসলিমরা রাখাইন ছেড়ে পালাচ্ছে তা জানে না মিয়ানমার সরকার। ৭২ তম সাধারণ অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন হেনরি ভ্যান থিও। ভাষণে, রাখাইন ছেড়ে বাসিন্দাদের পালিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের ঘোষণা দেন তিনি। ৫ সেপ্টেম্বরের পর রাজ্যে আর কোন সহিংসতার ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট। বলেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাখাইনে মানবিক সহায়তা পাঠানো হবে বলেও আশ্বস্ত করেন ভ্যান থিও। সু চি সরকার সমন্বিত জাতীয় কৌশলের মাধ্যমে রাখাইনের সমস্যার সমাধান করবে বলে জানান তিনি।
Leave a reply