ত্রাণবাহী ট্রাকে হতাহতদের জন্য আর্থিক সহায়তা

|

রোহিঙ্গাদের জন্য সহায়তা নিয়ে যাওয়ার সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন।

উপজেলার ছাখদালা সীমান্ত চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে। রেডক্রস জানায়, ট্রাকটি ছাখদালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণ কাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।

পথে ছাখদালা সীমান্ত চৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন।

এদিকে ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ১০ হাজার, আহতদের জন্য ৫ হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নিহত ও আহতদের পরিবারের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন।

/কিউএস

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply