আসামে ভয়াবহ অবনতি বন্যা পরিস্থিতির

|

ভারতের আসামে ভয়াবহ অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। নতুন করে বন্যার কবলে ৭০ হাজারের বেশি মানুষ। তলিয়ে গেছে ৩ হাজারের বেশি গ্রাম।

২৮ জেলায় পানিবন্দি প্রায় ১৯ লাখ মানুষ। আক্রান্ত জেলাগুলোয় জারি হয়েছে সতর্কতা। এখনও টানা বৃষ্টিপাত চলছে রাজ্যটির বিভিন্ন এলাকায়। ত্রাণ ও উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনা সদস্যরা। ব্রহ্মপুত্র, গৌরাঙ্গ, বোরোলিয়াসহ নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে রাজ্যটির রাজধানী গুয়াহাটির রাস্তাঘাট।

শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মার সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। বন্যা পরিস্থিতির উন্নতি নেই আরেক রাজ্য মেঘালয়েও। দু’দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে রাজ্যটিতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply