দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। স্থানীয় সময় রোববার রাতে প্রকাশ করা হয় ফলাফল। নির্বাচন কমিশন বলছে, ৫৮ লাখ ভোট পেয়েছেন এই বামপন্থি নেতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন পেয়েছেন ১৮ লাখ ভোট।
ফল প্রকাশের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাদুরো বলেন, বিপ্লবী নেতা হুগো শ্যাভেজের দেখানো পথেই পরিচালিত হচ্ছে দল এবং সরকার। এই ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের যে আস্থা রয়েছে তা আবারও এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
তবে ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন বয়কট করে প্রধান বিরোধী দল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, খাদ্য এবং কর্মসংস্থানের সংকটে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলছে ভেনেজুয়েলায়। নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি সহিংসতায়ও রূপ নেয়।
Leave a reply