বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে: পাউবো

|

বন্যায় ভাসছে দেশের বিভিন্ন অঞ্চল।

আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণাসহ সারাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূইয়া।

শনিবার (১৮ জুন) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, আগামী ৪৮ ঘণ্টায় ব্রক্ষপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ সকল প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। যাতে সারা দেশের বন্যা পরিস্তিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় কতিপয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply