লিভারপুল ছেড়ে বায়ার্নে সাদিও মানে

|

ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। মার্সিসাইড ক্লাবে ছয় বছর কাটানো এই ফরোয়ার্ড জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের পর নতুন চ্যালেঞ্জ চান তিনি। এরপর লিভারপুলের সাথে ৪১ মিলিয়ন ইউরোর চুক্তিতে সম্মত হয়েছে বায়ার্ন মিউনিখ, জানিয়েছে জার্মান চ্যাম্পিয়নদের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচ।

স্কাই স্পোর্টস জার্মানির সাথে আলাপচারিতায় সালিহামিদজিচ জানান, সাদিও মানের ব্যাপারে চুক্তিতে পৌঁছেছে দুই ক্লাব। তিনি বলেন, হ্যাঁ, সে আসছে।

ছয় বছর আগে আরেক ইংলিশ ক্লাব সাউদাম্পটন থেকে ৩২ মিলিয়ন ইউরোতে লিভারপুল দলে ভিড়িয়েছিল মানেকে। এরপর ছয় মৌসুম লিভারপুলের হয়ে খেলেছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। বন্ধু সালাহ ও ফিরমিনোর সাথে মাঠের মিলবন্ধনে তৈরি হয়েছিল মানে-সালাহ-ফিরমিনো ত্রয়ী। অলরেডদের ক্লাবে মানে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্য। অ্যানফিল্ডে মানে ছিলেন ফ্যান ফেভারিট।

তবে নতুন চ্যালেঞ্জের খোঁজে ছিলেন তিনি, জানিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষকে। আর বায়ার্নও তাদের আক্রমণভাগে নতুন করে বিনিয়োগ করছে। সেই সাথে, বাভারিয়ানদের প্রধান স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিও চাইছেন ক্লাব ছাড়তে, বার্সেলোনার সাথে কথাবার্তাও চলছে এ নিয়ে। এসবেরই যোগফল হিসেবে মানে যোগ দিলেন বায়ার্নে।

আরও পড়ুন: মেসির অধীনে কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, আশাবাদী রিকুয়েলমে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply