বন্যার পানি নামতে প্রতিবন্ধকতা হলে সড়ক কাটার নির্দেশ

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বন্যার পানি নেমে যাওয়ার ক্ষেত্রে কোনো রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কেটে ফেলতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (১৮ জুন) বিকেলে রাজধানীর মিন্টু রোডে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, বন্যার অবনতি হওয়ার ফলে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ছে হাসপাতালগুলো। জরুরি সেবা নিশ্চিত করতে জেনারেটরের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ আশেপাশের কয়কেটি জেলায় বন্যা ছড়িয়ে পড়ার শঙ্কার মাথায় রেখে জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এ সময় সাংবাদকিদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্যার পূর্ব প্রস্তুতি ছিল বলেই বন্যার আগেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠানো সম্ভব হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply