চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১

|

ছবি: সংগৃহীত।

চীনের সাংহাইতে রাসায়নিক কারখানায় লাগা অগ্নিকাণ্ডে অন্তত ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও দু’জন। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ। রোববার (১৯ জুন) এই তথ্য জানায় সাংহাই প্রশাসন। খবর বিবিসির।

শনিবার স্থানীয় সময় ভোররাতের দিকে চীনের অন্যতম বৃহত্তম পরিশোধনাগার ও পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের কয়েকটি অংশে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

কর্তৃপক্ষ বলছে, আগুনের খবর শুনে পাঠানো হয় দমকল বাহিনীর ৫ শতাধিক সদস্য। তাদের প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়রা বলছেন, ৬ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। সাংহাইয়ের গোটা আকাশ ছেঁয়ে যায় কালো ধোঁয়ায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply