ঢাকার নিম্নাঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

ঢাকার নিম্নাঞ্চলে বন্যা হবে সেই সতর্কতা আছে; কিন্তু কী অবস্থায় যাবে বা কতটুকু হবে সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান দেয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (১৯ জুন) সকালে সচিবালয়ে জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রনের প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা জানান। বলেন, বন্যার পানি নামার জন্য সিলেটে কিছু রাস্তা কাটার প্রয়োজন পরেছে, সেজন্য কাটা হয়েছে। আরও কোথাও রাস্তা কেটে ফেলার প্রয়োজন হলে তাও করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

এ সময় সিটি করপোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর এবং অবৈধ দখলমুক্ত করার সুফল মিলছে বলেও জানান তিনি। ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে ইতোমধ্যে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ সিটিতে সাড়ে ৬ একর জমি এবং উত্তর সিটিতে ২৫ একর খালের জায়গা দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তাজুল ইসলাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply