কোম্পানীগঞ্জে ক্রিস্টাল মেথ ও গাঁজাসহ গ্রেফতার ৫

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রিস্টাল মেথ বা আইস ও গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আইসসহ গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহাব্বত আলী চৌকিদার বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে দাউদুল ইসলাম হেঞ্জু (৪০), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বিজয়পুর গ্রামের ওবাদুল হকের ছেলে সাহাদাত হোসেন সজিব ওরফে কসাই সজিব (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দিনব্যাপী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইস ৩৪ মিলি ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৫ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply